শাহ বিলিয়া জুলফিকার
Advertisement
তুমি ছেড়ে যাওয়ার পরআমি যদি পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যেতে পারতাম ভালো হতো, খুব ভালো হতো।গ্রহ, নক্ষত্র, তারা সব তাদের মতো চলুকতা-ও আমাদের দেখা না হোক।
যান্ত্রিক ত্রুটি আর জীবন রক্ষার্থে যদি পৃথিবীতেই থাকতে হয়;তাহলে দুজন দু-দেশে থাকি,পৃথিবীর দু-প্রান্তে। দেশে-বিদেশে সর্বত্র মডার্নিজম, সোশিয়ালিস্ট চলুকতা-ও আমাদের দেখা না হোক।
অসামর্থের দরুণ যদি একই দেশে থাকতে হয়;তাহলেও যেন দুজন দুপ্রান্তে থাকি।দেশে-বিদেশ যা হওয়ার হোক... থাকুক হাজার-শত লোকতা-ও আমাদের দেখা না হোক।
Advertisement
নিত্য প্রয়োজনে, জীবনে চলার তাগিদে যদি একই শহরে আসতে হয়;শহর দূষণে, মরণে যেভাবেই চলুকতা-ও আমাদের দেখা না হোক।
হঠাৎ যদি চলতে চলতে আমরা একই রেস্টুরেন্টে ঢুকে পড়ি;লোক সমাগমে আমি যেন হারিয়ে যাই, লোকে আমার সংবাদ না বলুকতা-ও আমাদের দেখা না হোক।
দেখা না করতে চেয়েও যদি অজান্তেই দুজন মুখোমুখি হই;হঠাৎ তীব্র বাতাসে বালু এসে চোখে পড়ুক তা-ও আমাদের দেখা না হোক।
এসইউ/এমএস
Advertisement