তথ্যপ্রযুক্তি

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে কেউ নজর রাখলে জানবেন যেভাবে

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন। অনেক ব্যবহারকারী রিলস ভিডিও থেকে মাসে আয় করছেন লাখ লাখ টাকা।

Advertisement

তবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কতটা নিরাপদে আছে তা খেয়াল রাখছেন তো? অনেকেই আছেন যারা অন্যের প্রোফাইলে গোপনে নজরদারি করে। যাকে ইংরেজিতে বলা হয় স্টক করা। হতে পারে আপনার প্রাক্তন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে সারাদিন ঘোরাফেরা করছে। আপনার আনন্দের মুহূর্তের ছবি ভিডিও দেখছে। অনেকে এসব ছবি নিয়ে অবৈধ কাজেও ব্যবহার করে।

খুব সহজেই কিন্তু জানতে পারবেন গোপনে কেউ আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে নজর রাখছে কি না-

আরও পড়ুন: এখন ইনস্টাগ্রাম রিলসে আয় হবে আরও বেশি

Advertisement

এই সুবিধা আপাতত বিজনেস অ্যাকাউন্টের জন্যই এনেছে ইনস্টাগ্রাম। তবে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এটি জানা যাবে। বিজনেস প্রোফাইলে ভিজিটর অপশনে গিয়ে কারা কারা প্রোফাইল দেখেছে তা জানতে পারবেন। এমনকি তাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন। আপনার সাধারণ অ্যাকাউন্টটি বিজনেস প্রোফাইলে বদলে নিয়ে স্টকারদের দেখতে পারবেন। কাজটি খুবই সহজ।

সাধারণ অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে বদলাবেন যেভাবে-

>> ইনস্টাগ্রামের উপরে ডান দিকে একটি থ্রি লাইন ডট থাকবে।>> সেই সেকশনে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে।>> এখানে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটি অপশনে ক্লিক করতে হবে।>> এরপর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ট্যাপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।>> বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেলে প্রোফাইল পিকচারের ঠিক নিচে একটি ইনসাইটস অপশন থাকবে যেখানে ক্লিক করে স্টকারদের তথ্য পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

কেএসকে/জেআইএম