এশিয়া কাপে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। এর মধ্যে শুধু আফগানিস্তানের বিপক্ষেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটিং হলো যাচ্ছেতাই। সে জায়গায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৫৭ রান টপকাতে গিয়ে বাংলাদেশকে থেমে যেতে হয়েছে ২৩৬ রানে। হাতে তখনও বাকি ছিল ১১টি বল। হারতে হলো ২১ রানে।
Advertisement
একের পর এক বাজে ব্যাটিং প্রদর্শনী করে এভাবে হারতে থাকার কারণে এই এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদকে কি মিস করেছেন অধিনায়ক সাকিব আল হাসান?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা। জবাবে সাকিব আল হাসান একটু বিস্ময়ই প্রকাশ করেন। তার কাছে রিয়াদের প্রসঙ্গে করা এই প্রশ্নটি মনে হয়েছে ‘অপ্রাসঙ্গিক’।
আরও পড়ুন: হৃদয়ের লড়াইয়ের পরও শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের
Advertisement
সাকিব আল হাসানের কাছে প্রশ্ন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদকে কতটা মিস করেছেন এবং তার জায়গায় যাদের খেলানো হয়েছে, তাদের পারফরম্যান্স নিয়ে আপনি সন্তুষ্ট কি না। এছাড়া বিশ্বকাপের আগে তাদের পারফরম্যান্স নিয়ে আপনার অবজারবেশন কী?
জবাবে সাকিব আল হাসান বলেন, ‘দেখুন, ফার্স্ট অব অল হচ্ছে, শেষ তিন সিরিজে রিয়াদ ভাই ছিল না। তখন এসব কথা আপনারা বলছেন কি না আমি জানি না। এখন বলছেন (একটু হেসে)। সো আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক।’
তার জায়গায় যাদের খেলানো হয়েছে, বিশেষ করে শামীম বা অন্য যারা এসেছে, তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট কি না, এ প্রশ্নের জবাবে সাকিব প্রশ্নকর্তাকে বলেন, ‘দেখুন আপনি আরেকটা ভুল প্রশ্ন করলেন। কারণ হচ্ছে, রিয়াদ ভাইয়ের জায়গায় যখন কাউকে আনা হয়েছিল দলে, সেটা ছিল তাওহিদ হৃদয়।’
আইএইচএস/
Advertisement