ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশবাসী ভোট চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না। প্রশাসনের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসনকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া।
Advertisement
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী (পূর্ব) থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রশাসনের অনেকের সঙ্গেই আলোচনা করে জানা যায়- পুলিশে চাকরি নিয়ে তারা সমাজে ঘৃণিত হয়ে আছেন। অনেক সময় আলেম-ওলামাদেরও সম্মান করতে পারেন না। এ অবস্থা সরকার সৃষ্টি করে প্রশাসনকে দলীয়কাজে ব্যবহার করছে। সাংবিধানিক বিভাগগুলোকে সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সর্বত্র দলীয়করণে সরকার সব ইতিহাস ব্রেক করছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে সরে দাঁড়ালেই সরকারের জন্য মঙ্গল হবে। সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না।
Advertisement
এসএম/জেএইচ/এএসএম