খেলাধুলা

বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যুবরাজ

শুরুটা ভালো হয়নি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে মিশন শুরু করেছিল দলটি। তবে পরের ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় ফেরে মহেন্দ্র সিং ধোনির দল। মূল পর্বে তাদের আরও দুটি খেলা বাকি। সেমিফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে তাদের।আগামীকাল (বুধবার) বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে পাকিস্তান সহজ জয় পেলেও দ্বিতীয় তাদেরকে হারাতে বেশ বেগ পোহাতে হয়েছে অসিদের। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদি দলের অন্যতম হার্ডহিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। এক সাক্ষাৎকারে বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘ছন্দে ফিরেছে ভারত। সাবধান বাংলাদেশ।’ পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং যেটা বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাদের জন্য সহায়ক হবে মনে করছেন যুবরাজ।ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্ব আসরে নিজের ব্যাটিং ভূমিকা সম্পর্কে যুবরাজ বলেন, আমার কাজ হচ্ছে কম বল খেলা এবং এরপর আমার আক্রমণাত্মক ভূমিকা অব্যাহত রাখা।আরএ/আইএইচএস/আরআইপি

Advertisement