টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে একটি বালুবাহী ট্রাক পানিতে পড়ে গেছে। এ সময় ট্রাকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতের দিকে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
স্থানীরা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণপ্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এতে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এক থেকে পাঁচ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।
স্থানীয়রা আরও বলেন, এই নিয়ে ব্রিজটি চারবার ভেঙ্গে পড়লো। কাঠের সেতু থাকা অবস্থায় দুইবার ও বেইলি ব্রিজ হওয়ার পর দুই বার ভাঙলো। এরআগে ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজ ভেঙে মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
আরও পড়ুন: গ্রামবাসীর ৭ লাখ টাকায় নদীর ওপর দৃষ্টিনন্দন কাঠের সেতু
Advertisement
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, রাতে ট্রাকের ভরে ব্রিজ ভেঙে নদীতে পরার ঘটনায় ট্রাকের ভেতর থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন আহত হয়েছেন।
দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিশকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্রিজটি মেরামত করা হবে।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, আজকেই ব্রিজটি খুলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুনরায় পুনঃস্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/জেএস/এএসএম
Advertisement