কৃষি গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে এ ধাপে নির্বাচিতদের ভর্তির নিশ্চায়ন ফি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম অটোমাইগ্রেশন সম্পন্নের পর ওয়েবসাইটে তালিকা ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Advertisement
কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম এতে সই করেন।
এতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি বা বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফল প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৬.০৮ শতাংশ
Advertisement
অপেক্ষমাণ তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের ভর্তির প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে নির্দেশনা অনুযায়ী- মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড- যে কোনো একটির মাধ্যমে ৯-১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ওই আসন শূন্য বিবেচনা করে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে (acas.edu.bd) গিয়ে সাইন ইন করে প্রার্থী তা করতে পারবেন।
আরও পড়ুন: ‘যোগ্যতা’ না থাকা শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার সময় বাড়লো
দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য দ্বিতীয়বার অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
Advertisement
এএএইচ/জেডএইচ/জেআইএম