দক্ষিণ এশিয়া এখন ডায়াবেটিস মহামারির অন্যতম কেন্দ্রস্থল। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলের ৯ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ (২০ থেকে ৭৯ বছর বয়সী) ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়া ৪ কোটি ৬০ হাজার মানুষকে ডায়াগনোসিসের আওতায় আনা সম্ভব হয়নি।
Advertisement
শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ)-এর যৌথ উদ্যোগে ঢাকার শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে দুই দিনব্যাপী বাডাস-আইডিএফ সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল সায়েন্টিফিক কনফারেন্স, ২০২৩-এর উদ্বোধনী পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন।
চিকিৎসকরা জানান, পৃথিবীর দীর্ঘস্থায়ী রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিস কেয়ার ও ব্যবস্থাপনা এবং ঝুঁকি কমিয়ে আনতে নতুন নতুন বিষয় আসছে। এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলনে একে অন্যের সঙ্গে এবং এক দেশের সঙ্গে অন্য দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায়। একই সাথে কার্যকর বিষয়গুলো নিয়ে যৌথভাবে কাজ করার নতুন অধ্যায় তৈরি হয়।
কনফারেন্স উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি এবং আইডিএফ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
Advertisement
প্রথম দিনে এ অঞ্চলে ডায়াবেটিক কেয়ারসহ মোট চারটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সায়েন্টিফিক কনফারেন্সে দেশ-বিদেশের পাঁচশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক-গবেষক অংশ নেন।
এএএম/এমআইএইচএস/এএসএম