খেলাধুলা

ভারত গেলেন বিসিবি প্রধান

বাংলাদেশ দলের অন্যতম পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞায় উত্তাল পুরো দেশ। অন্যায়ভাবে নিষিদ্ধ করায় কড়া ভাষায় প্রতিবাদ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকেও। তাই আইসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করতে ভারতে গেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। মঙ্গলবার দুপুরে ব্যাঙ্গালুরুর উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিসিবি প্রধান। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই ব্যাঙ্গালুরু উড়ে গেছেন তিনি। এছাড়াও আইনি লড়াইও চালিয়ে যাবে বিসিবি। আগের দিনই তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধের সিদ্ধান্তের পুনরায় পর্যবেক্ষণের আবেদন করে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে মেইল করে জানিয়েছিল বিসিবি। কিন্তু তাদের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় সশরীরে ভারত গেলেন নাজমুল হাসান।আরটি/জেএইচ/এমএস

Advertisement