খেলাধুলা

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে গাভাস্কারের প্রশ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ শেষে সবার অভিযোগ মাশরাফির উপরই। অধিনায়ক হিসেবে এই ম্যাচে তার ব্যর্থতা নিয়ে চলেছে নানা সমালোচনা। এরই ধারাবাহিকতায় ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার দলে মাশরাফির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।মাশরাফির অধিনায়কত্বের সমালোচনা করে তিনি বলেছেন, দলে মাশরাফির ভূমিকা কি? আজ সে মাত্র এক ওভার বোলিং করেছে, আর ব্যাট করার সুযোগ পায়নি। তাহলে সে দলে কেন? অধিনায়ক তাই? তাহলে আমি বলব ম্যাচে সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি।ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্সা বোগলে তার সাথে সুর মিলিয়ে বলেছেন, অধিনায়ক বলেই মাশরাফি দলে রয়েছেন। কিন্তু আজকের ম্যাচের পর সে অধিনায়ক হিসেবে শতভাগ নম্বর পাবেন না।উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী মাশরাফি বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে ২৮টি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে মাত্র আটটি ম্যাচ। অন্যদিকে ২১টি টি-টোয়েন্টির মধ্যে নয়টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা।আরএ/এমআর/এমএস

Advertisement