জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হবে ৩ সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিন সমঝোতা স্মারক সই হবে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর টাকা-রুপিতে লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্প উদ্বোধন করা হবে।

Advertisement

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরের প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে। যার অন্যতম গুরুত্বপূর্ণ সমঝোতা হবে টাকা-রুপি লেনদেন সহজীকরণ সংক্রান্ত। বাংলাদেশ ব্যাংক ও ভারতের এনপিসিআই’র (ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া) মধ্যে ওই সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে দিল্লি যাবেন। সফরের প্রথমদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।

Advertisement

আইএইচআর/এমএএইচ/জেআইএম