দেশজুড়ে

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবীন্দ্রনাথ (৫২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বোনারপাড়ার তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।

Advertisement

রবীন্দ্রনাথ বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের উপিন্দ্র নাথের ছেলে।

আরও পড়ুন: হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

স্থানীয়রা জানায়, রবীন্দ্রনাথ দীর্ঘদিন ধরে বিভিন্ন মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার রাতে তেলিয়ান বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে ভোরে প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে রবীন্দ্রনাথের মৃত্যু হয়।

Advertisement

বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাছিরুল আলম স্বপন বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রবীন্দ্রনাথ নামের এক জেলের মৃত্যু হয়েছে।

শামীম সরকার শাহীন/আরএইচ/জেআইএম