বিনোদন

মুক্তি পাচ্ছে ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’

আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশের ১৯টি সিনেমাহলে মুক্তি পাচ্ছে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।

Advertisement

ছয়টি গানসমৃদ্ধ সিনেমার কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও গীত রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজে। গ্রামীণ মেজাজের সবকটি গানের কোরিওগ্রাফি করেছেন রমজান।

সুজন মাঝি নিয়ে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘সুজন মাঝি আমার ৮১তম সিনেমা। গ্রামীণ আবহের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছি। এখনকার দর্শক মৌলিক গল্পে গ্রামীণ আবহটা দেখতে চায়। তাদের সেই চিরচেনা আবহটাই ছবিতে তুলে ধরা হয়েছে।’

আরও পড়ুন: ট্রল করলে মামলা করবেন বর্ষা

Advertisement

সিনেমাটি নিয়ে প্রযোজক আবু সাঈদ বলেন, ‘বাংলার দর্শক পরিবার নিয়ে গ্রামবাংলার সিনেমা দেখতে চায়, আমরা সেরকম সিনেমা খুব কম নির্মাণ করছি যার ফলে বাংলা সিনেমা দর্শক খুব বেশি দেখতে আগ্রহী হচ্ছে না। দর্শক যে ধরনের সিনেমা হলে গিয়ে দেখতে চায় ঠিক সে ধরনের সিনেমা আমরা নির্মাণ করছি। আশা করছি সিনেমাটি দর্শক উপভোগ করবে।’

যেসব সিনেমাহলে ‘সুজন মাঝি’ মুক্তি পাচ্ছে আজাদ সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), মমতা সিনেমা (মাধবদী), মোহন সিনেমা (হবিগঞ্জ), পূর্ণিমা সিনেমা (কোম্পানীগঞ্জ), ছন্দা সিনেমা (হাসানাত), রূপসী সিনেমা (ভোলা), অন্তরা সিনেমা (মেলান্দহ), বিলাস সিনেমা (সাভার), ক্লিওপেট্রা সিনেমা (ধনুট), শাপলা সিনেমা (শ্রীপুর), মল্লিকা সিনেমা (উল্লাপাড়া), তাজ সিনেমা (নওগাঁ), মল্লিকা সিনেমা (জয়পুরহাট), মিলন সিনেমা (মাদারীপুর), পূরবী সিনেমা (ময়মনসিংহ), বনলতা সিনেমা (ফরিদপুর), সোহাগ সিনেমা (ঘোড়াশাল), রাজ্য সিনেপ্লেক্স (টাঙ্গাইল)।

সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ফেরদৌস ও নিপুণের পাশাপাশি আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ। সিনেমাটির পরিবেশনা করছে সেমন্তী মিউজিক।

এমআই/বিএ/এএসএম

Advertisement