এএফসি কাপের বসুন্ধরা কিংস ও মোহনবাগানের ম্যাচ দুটির সূচি পরিবর্তন করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের অনুরোধ করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। দুর্গা পূজার কারণে ভারতের দলটি আগে অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছিল। তব বসুন্ধরা কিংস তারিখ পরিবর্তন করে হলেও তাদের অ্যাওয়ে ম্যাচটি আগেই খেলতে চায়।
Advertisement
দুই দেশের দুই জায়ান্ট ক্লাব খেলবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে। দুই দলের ম্যাচ নির্ধারিত আছে ২৪ অক্টোবর ও ৭ নভেম্বর। সূচি অনুযায়ী ২৪ অক্টোবরের ম্যাচটি হওয়ার কথা মোহনাবগানের হোম ভেন্যু কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ৭ নভেম্বরের ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায়।
দুর্গাপূজার কারণে ২৪ অক্টোবর ম্যাচের জন্য নিরাপত্তা দিতে পারবে না বলে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে।
যে কারণে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বসুন্ধরা কিংসকে প্রথম ম্যাচটি ২৪ অক্টোবর হোমে (ঢাকায়) খেলার অনুরোধ করেছে। সেক্ষেত্রে ফিরতি ম্যাচটি হবে ৭ নভেম্বর কলকাতায়।
Advertisement
বসুন্ধরা কিংস অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বিকল্প প্রস্তাব দিয়ে বলেছে, তারা যেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে আলোচনা করে ম্যাচটি ২৬ অথবা ২৭ অক্টোবর আয়োজন করে। ওই সময়টা এএফসির ম্যাচ ক্যালেন্ডারেরও বাইরে। ২৪ এর পরিবর্তে ২৬ অথবা ২৭ অক্টোবর ম্যাচ আয়োজন করলে বসুন্ধরা কিংস ওই সময় কলকাতা গিয়ে খেলবে।
আরআই/আইএইচএস/