স্মার্টফোনে কমবেশি সবাই কাভার ব্যবহার করেন। রঙিন কাভার হোক কিংবা স্বচ্ছ যে কোনোটাই কয়েকদিন ব্যবহারের পর হলুদ হয়ে যায়। তখন ফোনটি দেখতে খুবই পুরোনো লাগে। ভালো পোশাকের সঙ্গে হাতে স্মার্টফোনটিও তখন মানায় না।
Advertisement
বেশিরভাগ মানুষ ফোনের রং দৃশ্যমান রাখতে স্বচ্ছ কাভার পছন্দ করেন। তবে স্বচ্ছ কাভার কয়েকদিন ব্যবহারে একেবারে লালচে হলুদ রং ধারণ করে। খুব সহজেই কিন্তু মোবাইল-ফোনের কাভারের হলুদ দাগ দূর করতে পারবেন। জেনে নিন উপায়-
আরও পড়ুন: মোবাইল ফোনের স্ক্রিন কালো হলে যা করবেন
বেকিং সোডাবেকিং সোডা সেই এমন জেদি দাগ দূর করতে খুবই কার্যকরী। প্রথমে আপনার ফোনটি কাভার থেকে বের করে আলাদা করে রাখুন। কেসটি সিঙ্কে বা একটি পরিষ্কার তোয়ালের উপরে রাখুন। তারপর বেকিং সোডা দিয়ে পুরোপুরি ঢেকে দিন। ১০ থেকে ১৫ মিনিট পর একটি টুথব্রাশ দিয়ে হালকাভাবে পানিতে ডুবিয়ে বৃত্তাকারভাবে কেসের উপর ঘষুন। দাগগুলো হালকা হতে শুরু করলে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
Advertisement
এরপরও যদি আপনি হালকা হলুদ দাগ দেখেন তবে সামান্য গরম পানিতে কিছুটা ডিশ ওয়াশার ঢেলে নিন। তারপর একটি স্পঞ্জ বা টুথব্রাশ সাহায্যে এই মিশ্রণটি ফোনের কাভারে লাগান। তারপর ঘষে ধুয়ে ফেলুন। চেষ্টা করুন ফোনের কাভারটি সব সময় পরিস্কার রাখতে এতে এমন হলুদ দাগ পড়বে না। সূত্র: উইকিহাউ
কেএসকে/এএসএম