কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিব্বির আহমেদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করছে একটি চক্র। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ফুলবাড়ী নামক ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
Advertisement
পোস্টে জানানো হয়, ইউএনও ফুলবাড়ীর মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন: ডিসির ফোন নম্বর ক্লোন করে টাকা চাঁদা দাবি
এ বিষয়ে ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিব্বির আহমেদ জানান, আমার সরকারি নম্বর ক্লোন করে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকারের ছোট ভাইয়ের কাছ থেকে এক লাখ টাকা দাবি করে একটি প্রতারক চক্র। পরে উপজেলা চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করলে নম্বরটি ক্লোন করার বিষয়টি জানতে পারি।
Advertisement
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, প্রতারক চক্রটি শনাক্তের চেষ্টা চালছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম