প্রবাসে বাংলাদেশিদের নিয়ে গঠিত সব ধরনের রাজনৈতিক সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন এক জার্মান প্রবাসী।
Advertisement
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘প্রবাসীদের অধিকার আদায়’-এর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান জার্মান প্রবাসী সৈয়দ বদরুল হোসেন।
তার মতে, বাংলাদেশ ছাড়া প্রবাসে কোনো দেশের রাজনৈতিক সংগঠন নেই। প্রবাসে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি থাকতে পারে। কিন্তু রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক সংগঠন থাকার কারণে নিজেদের মধ্যে মারামারি ও কাটাকাটি হয়। পাশাপাশি দেশ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বিদেশে গেলে সেখানে তাকে অপমানিত হতে হয়। তাই প্রবাসে বাংলাদেশের সব রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করতে হবে।
সৈয়দ বদরুল হোসেন বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে আমি জার্মানিতে বসবাস করি। বিশ্বের অর্ধশত দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে আমার। প্রবাসীদের নানা ধরনের সমস্যা দেখেছি। সেই সমস্যা থেকে আমি কিছু দাবি নিয়ে এখানে এসেছি।
Advertisement
তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্টের সঙ্গে আইডি কার্ডের ব্যবস্থা করে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মৃত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে হবে। ওইসব প্রবাসীর পরিবারকে এক লাখ টাকা করে দিতে হবে।
বদরুল হোসেন বলেন, প্রবাসীদের হয়রানি বন্ধে শুধুমাত্র রাষ্ট্রদূত ুও ফার্স্ট সেক্রেটারি ছাড়া অন্য সব কর্মচারীদের প্রবাসীদের থেকে নিয়োগ দিতে হবে। প্রবাসে যেসব বাংলাদেশিরা জেলে আছেন, তাদের মুক্ত করে দেশে ফেরত এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশপাশি ৬৫ বছর ঊর্ধ্বে অস্বচ্ছল প্রবাসীদের পেনশন ভাতা চালু করতে হবে।
নারী শ্রমিকদের বিদেশে পাঠানো বন্ধের দাবি জানিয়ে এ জার্মান প্রবাসী বলেন, ‘নারী শ্রমিকদের বিদেশ থেকে ফেরত আনাসহ সব নারী শ্রমিককে বিদেশ পাঠানো বন্ধ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং লাঞ্ছনার শিকার হন।
এএএইচ/এমআইএইচএস
Advertisement