চিকেনের যে কোনো পদই খেতে দারুণ মজার। বিশেষ করে চিকেন কাবাবের স্বাদ সবার জিভেই জল নিয়ে আসে। তেমনই এক জনপ্রিয় পদ হলো চিকেন কাবাব। চাইলে ঘরে তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ, রইলো রেসিপি-
Advertisement
আরও পড়ুন: ফিশ ফ্রাই তৈরি করুন ঘরেই
উপকরণ
১. পেঁয়াজ কুচি আধা কাপ২. আদা বাটা আধা চা চামচ ৩. রসুন বাটা আধা চা চামচ ৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ৫. লেবুর রস ২ টেবিল চামচ ৬. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ৭. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ ৮. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ৯. জিরার গুঁড়া আধা চা চামচ ১০. লবণ স্বাদমতো ও ১১. মুরগির কিমা ২কাপ।
Advertisement
আরও পড়ুন: কুমড়া বড়ি ঘরেই যেভাবে তৈরি করবেন
পদ্ধতি
হাত দিয়ে সব উপকরণ একসঙ্গে মেখে ঢেকে রাখতে হবে ১০-১৫ মিনিট। এরপর বড় টুথপিক বা শাসলিক কাঠিতে মেরিনেট করা কিমাগুলো সমানভাবে ভাগ করে মুট করে গেঁথে দিতে হবে।
টুথপিকে গাঁথার সময় হাতে তেল অথবা পানি লাগিয়ে নিতে হবে। একইভাবে সব কাবাবগুলো বানানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে (অল্প তেলে) গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নিন।
Advertisement
আরও পড়ুন: নাচোস যেভাবে তৈরি করবেন ঘরেই
কিছুক্ষণ পর পর কাবাব উল্টে দিতে হবে, যাতে চারপাশেই ভালোভাবে ও সমানভাবে ভাজা হয়। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কাবাব।
জেএমএস/এএসএম