একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৪ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
Advertisement
এখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘আফজাল ভাইয়ের অসুস্থতার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। এ খবর আমি গতকাল রাতেই পেয়েছি। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
জানা গেছে, আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর সোমবার রাতে হার্ট অ্যাটাক করেছিলেন। এরপর তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। বেশ কদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
Advertisement
আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন। তিনি অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় করেও তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন।
১৯৮৪ সাল থেকে আফজাল হোসেন বিজ্ঞাপন নির্মাণে হাত দেন। এতে তিনি ব্যাপক প্রশংসা লাভ করেন। জনপ্রিয় এ তারকা ছবি আঁকা এবং লেখালেখি করেও জনপ্রিয়তা লাভ করেছেন।
এমআই/এমএমএফ/জেআইএম/জিকেএস
Advertisement