দেশজুড়ে

ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, বিলে নৌকাডুবে জেলের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বিলে মাছ ধারার সময় ঝড়ে নৌকাডুবে এক জেলে নিহত হয়েছেন। এসময় আরও দুজন নিখোঁজ হন। রোববার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সোনাডুবি বিলে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের নাম আব্দুল কুদ্দুস (৪৫)। নিখোঁজরা হলেন- অনিল দাস (৪৮) ও দুলাল তালুকদার (৪২)। আব্দুল কুদ্দুস উপজেলার সুনই বিকরিকান্দা গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। নিখোঁজ অনিল দাস কলমাকান্দার গুজাকলিয়া গ্রামের ঈশ্বরচন্দ্র দাসের ছেলে ও দুলাল তালুকদার মোহনগঞ্জ উপজেলার গুড়াউতরা গ্রামের সরল তালুকদারের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ে নৌকাডুবে এক জেলে নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি 

Advertisement

এদিকে রাতে কলমাকান্দা, বারহাট্টা, দুর্গাপুর ও মোহনগঞ্জ উপজেলা প্রায় দুই শতাধিক কাঁচা বাড়িঘর, প্রচুর গাছপালা বিধ্বস্ত হয়। বেশ কয়েকটি স্থানে বিদ্যুতের তার যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলমাকান্দায়। এ উপজেলার আট ইউনিয়নে শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলমাকান্দায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার বলেন, রাত পৌনে ৩টার দিকে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। এতে গাছপালাসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। নিখোঁজের উদ্ধারের জন্য কিশোরগঞ্জের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তাপস দেবনাথ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। আশা করছি সন্ধ্যার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে।

Advertisement

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস