সাহিত্য

নওসাদ আল সাইমের কবিতা: আকাশ দেখি না

আকাশ দেখতে হবে, খোলা আকাশজানালার খিড়কি দিয়ে দেখা নয়; উন্মুক্ত আকাশ, যার চারপাশে নয়নাভিরাম সবুজউপরে নীল, পাগল করা নীল।

Advertisement

আকাশ দেখি না, কতদিন দেখি নানীল পানি ছুঁয়ে উপরে উঠে যাওয়া আকাশ।আকাশ দেখি না, ভয়ঙ্কর সুন্দর জোছনামাখা আকাশচোখ ঝলসানো তার রূপ!

দেখি না মেঘলা আকাশ, ভেজা চোখের মতো মায়াবী যার আভা।কতদিন দেখি না আকাশ,যেখানে হাজারো ঘুড়ি ছোটাছুটি করে।হঠাৎ সুতো কেটে গেলে আকাশপানে তাকিয়ে দৌড়, সেভাবে আকাশ দেখি না।

অনেকদিন হলো আমি তোমাকে দেখি না।

Advertisement

এসইউ/জিকেএস