নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরে গেলে ওই কর্মকর্তার একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না এতদিন। এ শর্ত শিথিল করে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন।
Advertisement
তবে অবসরে যাওয়ার পর পরই ব্যাংকের পরিচালক হতে পারবেন না তারা। এজন্য অপেক্ষা করতে হবে ৫ বছর।
রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে অবসরে যাওয়ার পর একই ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ ছিল না।
আরও পড়ুন: ডিজিটাল ব্যাংকের প্রস্তুতি, নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার
Advertisement
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।’
এর আগে ২০২১ সালের মে মাসে ব্যাংকের এমডি ও পরিচালকদের পরামর্শক নিয়োগে কড়াকড়ি রেখে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। সাবেক পরিচালক, এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রধান নির্বাহীর নিচের অব্যবহিত দুই স্তর পর্যন্ত কর্মকর্তা অবসর, অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর ব্যাংকের উপদেষ্টা বা পরামর্শক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।’
ইএআর/কেএসআর/জিকেএস
Advertisement