সাহিত্য

রাহুল বর্ম্মনের কবিতা: মুক্তি

আলো আর আঁধারে তোমার অস্পষ্ট ছায়াআর আমি, আমি তো সেই হারিয়েছি কবেই।না তুমি, না তোমার ভালোবাসা আমাকে আটকাতে পেরেছে।আমি সকল মায়া ছিন্ন করে চলে এসেছি।মন খারাপ করো না, নিজেকে শক্ত করো, পাথরসম করো।

Advertisement

আমার কীইবা করার ছিল, চারিদিকে এত হিংসা, হত্যা, আহাজারি আমার ভালো লাগছিল না প্রিয়, তাই চলে এসেছি। না, এ জগৎ সম্পর্কে আমি কিছু বলবো না এ জগৎ আমার কল্পনার, আমার মুক্তির।

যেখানে বাতাসে না আছে লাশের গন্ধ, না আছে কান্নার শব্দ।চারিদিকে শুধু হাসি আর আনন্দ। এখানে দর্শন ক্ষুধার জ্বালা নিবারণ করে।এখানে সবকিছুই প্রকৃতি নিজে সাজিয়েছে। যা তোমার মিথ্যে সম্পর্কের জগৎ থেকে অনেক ভালো। বিদায়, প্রিয় আমার, বিদায়।

এসইউ/এমএস

Advertisement