সাগরে নোঙর করে রাখা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া জেলে আয়ুব আলী (৫৮) মারা গেছেন।
Advertisement
শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আয়ুব আলী চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।
চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি জাগো নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২
Advertisement
কাউন্সিলর নুরুস শফি বলেন, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙ্গর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আয়ুব আলীর অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান।
সায়ীদ আলমগীর, কক্সবাজার/জেএস/এমএস