জাতীয়

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু উদ্বোধনী অনুষ্ঠান

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (ঢাকা উড়ালসড়ক) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

মূল অনুষ্ঠান শুরুর আগে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। শিল্পী রাজিবের ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে একাধিক গান পরিবেশন করেন শিল্পীরা। এসময় নেতাকর্মীদের বেশ প্রাণোচ্ছল দেখা গেছে।

এর আগে দুপুর ১টার দিকে হঠাৎই শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের কড়া নিরাপত্তায় উদ্বোধনস্থলে ঢুকতে দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দুপুর আড়াইটায় একই চিত্র দেখা যায় প্রবেশমুখগুলোতে।

Advertisement

যানজট নিরসন ও নগরবাসীর ভোগান্তি কমাতে নির্মাণ করা হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

আরএসএম/এমকেআর/জেআইএম