জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ০১ সেপ্টেম্বর ২০২৩

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

Advertisement

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

. ৭৩১ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন. সিভিল সার্জনের কার্যালয়ে ৪১৮ জনের নিয়োগ, আবেদন ফি ২২৩ টাকা. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনাবাহিনী, সাড়ে ১৬ বছরেই আবেদন. ৩৫ জনকে নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদন. বিমান বাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদন. ১০ জনকে নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়. ১১ জনকে নিয়োগ দেবে তারাব পৌরসভা, আবেদন ফি ২০০ টাকা. জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ জনের চাকরি, আবেদন ফি ২২৩ টাকা. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১২ জনের চাকরির সুযোগ. জেলা পরিষদ কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন. ১৯ জনকে নিয়োগ দেবে বিএসএমএমইউ, আবেদন শেষ ১৩ সেপ্টেম্বর. চাকরির সুযোগ দেবে আইসিবি, লাগবে না আবেদন ফি

Advertisement

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি

. নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা. এনআরবি ব্যাংকে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস. নিয়োগ দেবে সিটি ব্যাংক, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ. স্নাতক পাসে নিয়োগ দেবে এনআরবি ব্যাংক. সিনিয়র অফিসার নেবে বিকাশ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ. এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, ৩৫ বছরেও আবেদন. ঢাকায় নিয়োগ দিচ্ছে বিকাশ. ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স. নিয়োগ দেবে সিটি ব্যাংক, ২৩ বছর হলেই আবেদনের সুযোগ. নিয়োগ দেবে এনআরবি ব্যাংক, ৪০ বছরেও আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

. নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবদেন ফি ৩০০ টাকা. নিয়োগ দেবে শাবিপ্রবি, ৫৫ বছরেও আবেদনের সুযোগ. ৬ জন শিক্ষক নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়. সহকারী শিক্ষক নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ. নিয়োগ দেবে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ. চাকরির সুযোগ দিচ্ছে শাবিপ্রবি. ২৮ জনকে নিয়োগ দেবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ. শিক্ষক নিয়োগ দেবে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি. ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি

Advertisement

বেসরকারি চাকরি

. ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ. আরএফএল গ্রুপে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ. রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ. ৪০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট, কর্মস্থল ঢাকা. উত্তরা মটরসে চাকরির সুযোগ. নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা. ৬০ জনকে নিয়োগ দেবে ডিজিকন, কর্মস্থল ঢাকা. ইন্টার্ন পদে জনবল নিচ্ছে প্রাণ গ্রুপ. নিয়োগ দিচ্ছে নাবিল গ্রুপ, ৪৫ বছরেও আবেদনের সুযোগ. ১৫ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, থাকতে হবে এসএসসি পাস. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে রূপায়ণ হাউজিং, কর্মস্থল ঢাকা. চাকরির সুযোগ দিচ্ছে হা-মীম গ্রুপ, ৪০ বছরেও আবেদন. গাজী গ্রুপে চাকরির সুযোগ, থাকতে হবে স্নাতক পাস. ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ. ডিবিএল গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ. চাকরি দেবে আকিজ বেকারস, লাগবে না অভিজ্ঞতা. অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪০ হাজার. ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে যমুনা গ্রুপ. স্নাতক পাসে নিয়োগ দেবে বেঙ্গল গ্রুপ, কর্মস্থল ঢাকা. কর্ণফুলী গ্রুপে চাকরির সুযোগ, ২৪ বছর হলেই আবেদন. ২০ জনকে নিয়োগ দেবে ডিজিকন, কর্মস্থল ঢাকা. ২০ জনকে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার

এনজিও চাকরি

. নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, লাগবে স্নাতক পাস. ঢাকায় নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন, থাকছে না বয়সসীমা. নিয়োগ দেবে আইআরসি, বেতনসহ থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা. চাকরি দেবে ওয়েভ ফাউন্ডেশন, ৪০ বছরেও আবেদন. নিয়োগ দেবে আইআরসি, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ. নিয়োগ দেবে মেরী স্টোপস, থাকতে হবে এসএসসি পাস

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/এমএস