দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে বাংলাদেশের শীতলপাটির নিবন্ধনের সনদ পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
Advertisement
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে নিবন্ধনের সনদ নেন বিসিকের পক্ষে বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান।শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্পসচিব জাকিয়া সুলতানা উপস্থিত থেকে এ নিবন্ধন দেন। এসময় বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিক জানায়, দীর্ঘদিন ধরেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী শিল্প শীতলপাটির উদ্যোক্তাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে আসছে সংস্থাটি। শীতলপাটিকে জিআই হিসেবে নিবন্ধনের জন্য পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছে বিসিক। তারই ধারাবাহিকতায় গত ১২ জুলাই বাংলাদেশের শীতলপাটিকে বিসিকের তৃতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য ও বাংলাদেশের ১২তম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) বরাবর আবেদন করা হয়। যা অনুমোদিত হয়েছে।
এরআগে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য জামদানি এবং সপ্তম ভৌগোলিক নির্দেশক পণ্য শতরঞ্জি স্বীকৃতি সনদ পেয়েছে বিসিক।
Advertisement
এনএইচ/এমএএইচ/জেআইএম