দুই দফায় এশিয়ান গেমসের দল থেকে ৬ জন ফুটবলারের বদলি চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এশিয়ান গেমস আয়োজক কমিটির কাছে আবেদন করেছিল ফুটবলের ৬ জনের বদলি অনুমোদন করতে।
Advertisement
অবশেষে বিওএ’র আবেদন গ্রহণ করে ৬ ফুটবলারের বদলি নিশ্চিত করেছেন হাংজু এশিয়ান গেমসের আয়োজক কমিটি।
বিওএ’র কোষাধ্যক্ষ ও বাংলাদেশ কন্টিনজেন্টের সেফ দ্য মিশন অভিজিত কুমার (এ.কে) সরকার জাগো নিউজকে জানিয়েছেন, ‘বিভিন্ন ডিসিপ্লিনের আমাদের বেশ কিছু খেলোয়াড় বদলির আবেদন ছিল। বৃহস্পতিবার আয়োজক কমিটি থেকে কিছু কিছু বদলি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৬ ফুটবলার আছেন।’
আর্জেন্টিনার ক্লাব থেকে অনুমতি পাবেন না বলে বাফুফেকে জামাল ভূঁইয়া জানিয়েছিলেন, তিনি এশিয়ান গেমস খেলতে পারবেন না। বাফুফে প্রথম দফায় জামালসহ ৩ ফুটবলারের বিকল্প নাম অন্তর্ভূক্তির জন্য বিওএকে চিঠি দিয়েছিল। অন্য দুইজন হলেন-মোহাম্মদ ইব্রাহিম ও তাজ উদ্দিন। এই তিনজনের বদলি হিসেবে বাফুফে চেয়েছিল রহমত মিয়া, মোহাম্মদ হৃদয় ও পাপন সিংকে।
Advertisement
দ্বিতীয় দফায় রাজিব হোসেন, আতিকুজ্জামান ও সারুয়ার জামাল নিপুর স্থলে বাফুফে মজিবর রহমান জনি, জাহিদ হোসেনও সুমন রেজার নাম অন্তর্ভুক্তির জন্য বলেছিল বিওএকে।
জামাল ভূঁইয়া ২০১৮ সালের গেমসে কাতারের বিপক্ষে গোল করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। ওই জয়ে বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকে নকআউট পর্বে উঠেছিল। বাংলাদেশ গেমস থেকে বিদায় নিয়েছিল নকআউটপর্বে উত্তর কোরিয়ার কাছে হেরে।
আরআই/এমএমআর/জেআইএম
Advertisement