দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মুমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

আব্দুল মুমিন জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।

হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ফরহাদ হোসেন হিরা বলেন, মুমিন জামালপুর থেকে এসে বৃহস্পতিবার সকাল ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু 

Advertisement

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ জন। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১২৯ জন। এরমধ্যে পুরুষ ১০২, নারী ২১ ও শিশু রয়েছে ৬ জন।

তিনি আরও বলেন, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এপর্যন্ত ৭ জন রোগী মারা গেছেন। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

Advertisement