দেশজুড়ে

কুমিল্লা সেনানিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশের জঙ্গল থেকে সোহাগী জাহান নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।সোহাগী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেনের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে। কোতয়ালী মডেল থানার অধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, রোববার সন্ধ্যায় ক্যান্টনমেন্টের অদূরে অলিপুর এলাকায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় সোহাগী জাহান। পরে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পায়নি। রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সেনানিবাসের কালা পানির ট্যাংকির কালভার্টের পাশের একটি জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ পাওয়ার খবরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহটি সোহাগীর বলে শনাক্ত করে। এ ব্যাপারে নিহতের পিতা ইয়ার হোসেন বাদী হয়ে সোমবার বিকালে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে কুমিল্লা সেনানিবাসের সিএমএইচ হাসপাতাল থেকে মরদেহটি গ্রহণ করা হয়। বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কামাল উদ্দিন/এআরএ/এবিএস

Advertisement