আইন-আদালত

‘যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা পদত্যাগ করুন’

‘যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা পদত্যাগ করুন’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছেন।

Advertisement

তিনি বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে- মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কাজল সাহেব যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচনে আমাদের আইনজীবী ও সাংবাদিক ভাইবোনদের কারা পিটিয়েছিল। তাদের নির্দেশদাতা ছিলেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আমি আমার মুখের কথা বলছি না। এফআইআরে সুস্পষ্টভাবে লেখা আছে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নির্দেশে সুপ্রিম কোর্টে পুলিশ প্রবেশ করে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে কর্মসূচী আগে থেকেই নির্ধারিত ছিল জানান কায়সার কামাল।

Advertisement

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাই কোন মদদে আপনারা আমাদের আইনজীবী ও সাংবাদিকদের পেটাতে পুলিশ পাঠিয়েছিলেন। এ দুজন সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছেন। সুতরাং আইনজীবী সমাজ আপনাদের ছাড়বে না।

তিনি আরও বলেন, ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এই শব্দটি আজ শুধু জাতীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে একটি কোডে পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি এখনও বলছি- যারা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন তারা দয়া করে পদত্যাগ করুন। শপথ নিয়ে কেউ রাজনৈতিক নেতা হতে পারে না। শপথবদ্ধ রাজনীতিবিদ একটি নতুন টার্ম। আপনারা যেহেতু সেই টার্মে নিজেদের অভিহিত করেছেন সেহেতু নিজেরা পদত্যাগ করে অন্তত সুপ্রিম কোর্টকে বাঁচান।

এফএইচ/জেডএইচ/এএসএম

Advertisement