নোয়াখালী হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজি আবদুর রহিমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি নিজের ফেসবুকে পোস্ট করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
বুধবার (৩০ আগস্ট) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা চিঠিটি হাতিয়ায় পৌঁছে।
চিঠিতে বলা হয়েছে, ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় আপনাকে (কাজী আবদুর রহিম) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু আপনি লিখিত যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এজন্য আপনাকে হাতিয়া পৌর বিএনপির সভাপতিসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
আরও পড়ুন: শোক দিবসের ছবি পোস্ট করায় বিএনপি সভাপতিকে শোকজ
Advertisement
এদিকে একইদিন আরেক চিঠিতে অধ্যাপক আবু শাহাদাত মো. মোকাররম বিল্লাহকে হাতিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ও সেই ছবি ফেসবুকে পোস্ট করায় ১৭ আগস্ট হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজি আবদুর রহিমকে শোকজ করা হয়। তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক। ১৫ আগস্ট মাদরাসার পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ওই দোয়ার আয়োজন করা হয়েছিল।
এ বিষয়ে শিক্ষক কাজী আবদুর রহিম বলেন, ‘আমি ওই মাদরাসায় শিক্ষকতা করি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপস্থিত ছিলাম। ফেসবুকে ছবিও দিয়েছি। জাতীয় নেতাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের অবদানকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।’
অব্যাহতির চিঠির বিষয়ে তিনি বলেন, ‘দল আমার চেয়ে নিশ্চয় ভালো কাউকে যোগ্য মনে করেছে তাই আমাকে অব্যাহতি দিয়েছে। এতে আমার কিছু বলার নেই।’
Advertisement
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম