খেলাধুলা

ইনজুরিতে জেরবার শ্রীলঙ্কা, নতুন করে ১৫ জনের দল ঘোষণা

একের পর এক ইনজুরিতে বিধ্বস্ত পুরো শ্রীলঙ্কা দল। দলের সেরা তিন পেসার লাহিরু কুমারা, দুষ্মন্তে চামিরা এবং দিলশান মধুশঙ্কা। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও খেলতে পারছেন না। কুঁচকির ইনজুরিতে আক্রান্ত তিনি। পুরো দলটাই যেন হাসপাতালে পরিণত হয়েছে।

Advertisement

যে কারণে, এশিয়া কাপ শুরুর আগেরদিনই নতুন করে ১৫ সদস্যের দল ঘোষণা করতে হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি)। অন্যরা ১৭ জনের দল নিয়ে এশিয়া কাপ খেলতে গেলেও, শ্রীলঙ্কা খেলবে ১৫ জনের দল নিয়ে।

দুষ্মন্তে চামিরার চোট কাঁধের পেশিতে। হাসারঙ্গর চোট কুঁচকিতে। এই চার বোলারের তিনজনই চোট পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার সময়। দিলশান মধুশঙ্কা চোট পেয়েছেন গত শুক্রবার অনুশীলনের সময়। সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপে তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা।

চামিরার এশিয়া কাপে খেলার সম্ভাবনা নেই আগেই বোঝা গিয়েছিল। হাসারাঙ্গ হয়তো এশিয়া কাপের সুপার ফোর পর্বে খেলতে পারতেন; কিন্তু ঝুঁকি নিলেন না দাসুন শানাকারা।

Advertisement

এক সঙ্গে চার বোলার ছিটকে যাওয়ায় এশিয়া কাপে কিছুটা সমস্যায় পড়তে পারে গতবারের চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে মঙ্গলবার রাতেই এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো শ্রীলংকা। নতুন করে দলে নেওয়া হয়েছে বিনুরা ফার্নান্দো এবং প্রমোদ মধুশনকে।

দু’বছর পর এক দিনের দলে ফেরানো হয়েছে কুশল পেরেরাকে। তিনিও অবশ্য অসুস্থ। জ্বর রয়েছে তার। সুস্থ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন পেরেরা। এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৩১ অগস্ট, বাংলাদেশের বিপক্ষে।

এশিয়া কাপে শ্রীলঙ্কা দল

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাতিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মধুশন।

Advertisement

আইএইচএস/