এশিয়া কাপে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। আরও একদিন আগে কলম্বো গিয়ে পৌঁছেছে টাইগাররা। কিন্তু জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক এবং ওপেনার লিটন দাস।
Advertisement
শঙ্কা ছিল লিটনের আবার ডেঙ্গু হলো কি না? কিন্তু শেষ পর্যন্ত স্বস্তির খবর ছিল, লিটনের ডেঙ্গু হয়নি। হয়তো সিজনাল ফ্লু-এর কারণে জ্বরাক্রান্ত হয়েছেন তিনি। তবে, আপাতত জ্বর কমে সুস্থ না হওয়া পর্যন্ত তো এশিয়া কাপ খেলতে যেতে পারছেন না।
সোমবারই জানা গিয়েছিলো, ডেঙ্গু হয়নি। জ্বরও কমেছে। পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় তিনি। মঙ্গলবার সকালেও জানা গেছে, হালকা জ্বর রয়েছে তার। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে জানিয়েছেন, লিটনের শরীরের তাপমাত্র ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি নয়। তবে, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আজও তাকে শ্রীলঙ্কা পাঠানো যাচ্ছে না।
অর্থ্যাৎ, জ্বর পুরোপুরি সেরে না যাওয়ায় এশিয়া কাপ খেলতে লিটন দাসের আজও শ্রীলঙ্কায় যাওয়া হয়নি। আগামীকাল (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের জমজমাট আসর। বাংলাদেশ মাঠে নামবে পরশু বৃহস্পতিবার (৩১ আগস্ট)।
Advertisement
লিটন দাস আগামীকাল শ্রীলঙ্কা যেতে পারলেও বৃহস্পতিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থ্যাৎ, অনিবার্যভাবেই এশিয়া কাপের প্রথম ম্যাচ মিস করতে যাচ্ছেন ওপেনার এবং সহ অধিনায়ক লিটন কুমার দাস।
এআরবি/আইএইচএস