দীর্ঘদিন বিরতির পর যেন সদর্পে ফিরে এলেন বলিউড তারকা সানি দেওল। এসেই বাজিমাত করে দিলেন। ‘গদর-২’ সিনেমা দিয়ে তিনি আরও একবার মনে করিয়ে দিলেন যে, সানি দেওল এখনো তার জনপ্রিয়তা ধরে রেখেছেন।
Advertisement
আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ!
সানি দেওল অভিনীত সিনেমা বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করেছে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনাও করেছেন সানি। তবে অভিনেতা জানিয়েছেন, সেই পথে আর হাঁটতে চান না তিনি। বিশেষ করে প্রযোজক হওয়ার ঝুঁকি নিতে নারাজ সানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি জানান, অতীতে প্রযোজক হিসেবে কাজ করা অপেক্ষাকৃত সহজ ছিল। কারণ তখন পুরো বিষয়টাই নিয়ন্ত্রণে থাকত কারণ সিনেমার ডিস্ট্রিবিউশনের পদ্ধতি ছিল সহজ এবং স্বাভাবিক। অভিনেতার কথায়, সেই সময় এমন কিছু মানুষ ছিলেন, যাদের সঙ্গে কথা বলা যেত। যোগাযোগ রাখা যেত। যখন থেকে কর্পোরেট ব্যবস্থা ঢুকে পড়ল, তখন থেকে এ সব কিছুই আর রইল না।
Advertisement
আরও পড়ুন: সানির ‘গদর-২’ সিনেমার নতুন রেকর্ড
সানি জানান, সিনেমা প্রযোজনা করতে গেলেই ‘দেউলিয়া’ হয়ে পড়েন তিনি। একই সঙ্গে একাধিক কাজ করার চেষ্টা তাই ত্যাগ করেছেন। আপাতত শুধু অভিনয়ে মনোনিবেশ করতে চান সানি। তার কথায়, অভিনয় করতেই আমি এসেছিলাম। তারপর প্রযোজক হলাম, পরিচালক হলাম। একসঙ্গে অনেকগুলো কাজ করলাম। এবার সব কিছু ছেড়ে শুধু অভিনয়ে মনোযোগ দেব। যতগুলো সিনেমা করা যায়, করব।
সানি তার এবারের সিনেমা ‘গদর-২’ নিয়ে বলেন, সিনেমাটি দর্শক এতোটা দর্শকপ্রিয়তা লাভ করবে তার ভাবতে পারিনি। সবার কাছ থেকে এমন সাড়া পেয়ে আমি ধন্য।
এমএমএফ/জিকেএস
Advertisement