অর্থনীতি

ডিএসইর লেনদেন বেড়েছে ২০ দশমিক ৯৩ শতাংশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বা ২০ দশমিক ৯৩ শতাংশ বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি টাকা।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৫১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর । সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৯ লাখ টাকা।এসআই/এআরএস/এবিএস

Advertisement