এশিয়া কাপ শুরুর ঠিক আগমুহূর্তে দুঃসংবাদ। টিম বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি লিটন দাস। দল দেশ ছাড়ার আগে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা যায়। জ্বর চলে আসায় ফ্লাইট মিস করেন টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটার।
Advertisement
লিটনকে ছাড়াই তাই শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লিটনের সর্বশেষ অবস্থা কি? তিনি কি এশিয়া কাপে যেতে পারবেন? এখনও কোনোকিছুই নিশ্চিত নয়।
তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে আজ জানিয়েছেন, যেহেতু এখন চারদিকে ডেঙ্গুর প্রকোপ, তাই লিটনকে ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। স্বস্তির খবর হলো, তার ডেঙ্গু ধরা পড়েনি। জ্বরও অনেকটা কমেছে, তবে এখনও আছে। কবে নাগাদ সুস্থ হবেন বলা যাচ্ছে না।
লিটন যদি শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন, তবে তার বিকল্প হবে কে? বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লিটন না যেতে পারলে সাইফ হাসানের দলে অন্তর্ভূক্তির সম্ভাবনা জোরালো।
Advertisement
এআরবি/এমএমআর/এমএস