জাতীয়

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল

বাংলাদেশিদের জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে অনলাইনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) দেওয়া শুরু করেছে নেপাল।

Advertisement

ঢাকায় নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গতকাল রোববার (২৭ আগস্ট) ইটিএ সংক্রান্ত সিস্টেমটি চালু করেছে নেপাল দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপাল ভ্রমণের জন্য আবেদনকারী বাংলাদেশিদের এখন আর ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা দেওয়া হবে না। রোববার থেকে দূতাবাস অনলাইনে ইটিএ দেওয়া শুরু করেছে।

ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসার বদলে ইটিএ দিলেও ভিসার আবেদনের প্রক্রিয়াসহ অন্যান্য পূর্বশর্ত, যেমন- সশরীরে পাসপোর্টসহ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধতি অপরিবর্তিত থাকবে বলে জানায় দূতাবাস।

Advertisement

আইএইচআর/এমকেআর/এমএস