এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন।
Advertisement
সোমবার (২৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে ঢাকা বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। জানা গেছে, ঢাকা বোর্ডে এ বছর পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে উত্তরপত্র চ্যালেঞ্জ করে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী।
গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি।
ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। গত ২৯ জুলাই থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়।
Advertisement
এএএইচ/এমএএইচ/এমএস