জাতীয়

একক নামে একাধিক ফ্ল্যাট-প্লট বাতিলের সুপারিশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় একক নামে একাধিক ফ্ল্যাট বরাদ্দ অথবা ভুয়া তথ্য দিয়ে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ নিলে তা বাতিল করার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।রাজধানীতে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য নেগোসিয়েশনের মাধ্যমে দরমূল্য প্রাক্কলিত ব্যয়ে নামিয়ে আনার সুপারিশ করা হয়। এছাড়া ঢাকা মহানগরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন খাল ভরাট রোধ ও দূষণরোধ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। ঢাকা শহরে বেআইনিভাবে খালগুলো ভরাটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের সংকট দূর করার জন্য তাদের জন্য রাজউকের বিভিন্ন দখলকৃত জমি উদ্ধার করে ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, সাধন চন্দ্র মজুমদার, এ, কে, এম ফজলুল হক, মো: আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) ও নূরজাহান বেগম সভায় অংশগ্রহণ করেন। -বাসস

Advertisement