স্মার্টওয়াচ এখন কমবেশি সবাই ব্যবহার করেন। স্মার্টফোনের মতোই স্মার্টওয়াচ হয়ে উঠেছে নিত্যসঙ্গী। তবে সারাক্ষণ হাতে পরে থাকা এবং যেখানে সেখানে রাখার কারণে ময়লা হয়ে যায় দ্রুত। ঘাম, ধুলাবালি লেগে নোংরা হয়ে যায় স্মার্টওয়াচের বেল্ট।
Advertisement
সংক্রামক রোগের বৈজ্ঞানিক জার্নাল অ্যাডভান্সেসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, স্মার্টওয়াচের স্ট্র্যাপ ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা আবৃত হতে পারে। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির (এফএইউ) গবেষকরা প্লাস্টিক, রবার, কাপড়, চামড়া, ধাতু (সোনা এবং রুপা) দিয়ে তৈরি অ্যাপল ওয়াচ এবং ফিটবিট ব্যান্ডগুলোর ব্যান্ড উপাদান এবং সেখানে ব্যাকটেরিয়া তৈরির মধ্যে সম্পর্ক খুঁজতে পরীক্ষা করেছেন।
পরীক্ষায় তাদের নেওয়া করা ব্রেসলেটগুলো ৯৫ শতাংশ বিপজ্জনক ব্যাকটেরিয়া দ্বারা দূষিত ছিল। ৮৫ শতাংশ পর্যন্ত ব্যান্ডে ব্যাকটেরিয়া ছিল যা স্ট্যাফ সংক্রমণ ঘটায়। যেখানে ৬০ শতাংশের ই-কোলাই এবং ৩০ শতাংশের সিউডোমোনাস এসপিপি পাওয়া গিয়েছে, যা নিউমোনিয়ার কারণ হিসাবে পরিচিত।
তাই নিয়মিত আপনার স্মার্টওয়াচের ব্যান্ড পরিষ্কার করুন। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন-
Advertisement
>> বেকিং সোডা ব্যবহার করতে পারেন। জেদি দাগ পরিষ্কার করার জন্য বেকিং সোডার তুলনা হয় না। স্মার্টওয়াচের বেল্ট যদি সাদা বা হালকা রঙের হয়, তাহলে সেগুলো ময়লা হয়ে হলদেটে হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই হলদেটে ভাব দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন: অ্যাপল ওয়াচ এক্সে যেসব পরিবর্তন আসতে পারে
এজন্য প্রথমে এক কাপ পানিতে দুই চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে বেল্টটি প্রায় ১৫ মিনিট রেখে দিন। একটি পুরোনো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
>> স্মার্টওয়াচের বেল্ট পরিষ্কার করার আরেকটি ভালো উপাদান হচ্ছে সেভিং ক্রিম। সবার বাড়িতেই এই উপাদানটি পাওয়া যাবে। ঘরে থাকা সেভিং ক্রিম দিয়ে স্মার্টওয়াচের বেল্টের হলুদ দাগ বা ঘামের দাগ সহজেই দূর করতে পারবেন।
Advertisement
এজন্য প্রথমে স্মার্টওয়াচ থেকে বেল্ট আলাদা করুন। এবার সেটিতে সেভিং ক্রিম লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। কিছুক্ষণ পর নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
>> স্মার্টওয়াচের বেল্ট পরিষ্কার করার জন্য সাবান ও গরম পানি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। উষ্ণ গরম পানিতে সাবানের মিশ্রণ সহজেই বেল্ট থেকে ময়লা দাগ দূর করতে পারে।
এজন্য প্রথমে এক কাপ উষ্ণ গরম পানিতে অল্প লিকুইড সাবান দিয়ে গুলিয়ে নিন। এখন এই পানিতে স্মার্টওয়াচের বেল্টটি ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কার পানিতে একবার ধুয়ে নিন।
সূত্র: দ্য ইকোনোকিস টাইমস, পিকম্যাক
কেএসকে/জিকেএস