দেবদূত
Advertisement
তুমি আকাশে এক দেবদূততবে ব্যাটারিচালিত ডানাঅলা জড়োয়ার মতো,পালিয়ে-আসা পাখির মতো নড়াচড়া করছ।
অথচ তুমি বাজপাখির মতো উঁচুতে উড়ে উড়েআমাকে অনুসরণ করছ।
আমার ইচ্ছেরা আমার বিস্তীর্ণতা আড়াল হতে চায়।তবুও তোমাকে দেবদূত ভাবি—কেননা আমার দৌঁড় এ পর্যন্তই।
Advertisement
****
উপলব্ধি
‘গ্রেট বেরিয়ার রিফ’ বলে, যেতে পারবে না আল্পস বলে, আমাকে ডিঙিয়ে যেতে পারবে না আমাজান বলে, আমার মধ্যে হারিয়ে যাবে ঈগল নখর প্রসারিত করে বলে, দেখছি সবকিছুই।
সামনে অবারিত নক্ষত্র, তবুওকেউ যেন বলছে, থামো,কেউ বলছে, একটু থামো।
Advertisement
শুধু সাগরই বলে, থেমো না বন্ধুসবাই মিলে হবো থইথইদুঃখপাতের জলে জলে হয়েছি অথৈ উদার।
****
সূর্যাস্ত
সূর্যকে সামনে রেখে
এক সুন্দরী ছবি তুলছে গোধূলি সাগরেরঝাউবন ঢেউ ফুল বালুতট...শরতের বাতাস তাড়া করে যাচ্ছে তার আঁচলখেপেছে এলোচুল।
আমি ছবি তুললাম সূর্যাস্তের।
এসইউ/জেআইএম