চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে দুই প্রাণ ঝরে যাওয়ার পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার (২৭ আগস্ট) সকালে ষোলশহর রেলওয়ে স্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে আবদুল আওয়াল ও তার সাত মাস বয়সী শিশুকন্যা বিবি জান্নাত নিহত হন। এ ঘটনার পর বিকেলে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
Advertisement
চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল এতে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের তিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, রাজিব হোসেন এবং মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকা থেকে আড়াইশ জনকে অপসারণসহ ৪০ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার মাসুদ রানা বলেন, রোববার সকালে পাহাড়ধসে দুইজনের মৃত্যু হয়। এরপর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদের নির্দেশ দেন। এরপর ওই এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ২৫০ জনকে অপসারণ হয়। এছাড়া ৪০টি বসতি উচ্ছেদ করা হয়।
ইকবাল হোসেন/কেএসআর
Advertisement