আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
কারাগারে জিজ্ঞাসাবাদে যা বললেন ইমরান খান
তোশাখানা মামলায় বর্তমানে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার কারাগারের মধ্যেই সাইফার মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করলেন দেশটির শীর্ষ গোয়েন্দারা।
গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকলকর্মী
Advertisement
গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ছয় শতাধিক দমকলকর্মী। বেশ কিছু পানি ছিটানোর প্লেন ও হেলিকপ্টারের সহায়তায় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দেশটিতে এখনো তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে দুইটি গত কয়েকদিন ধরেই জ্বলছে। খবর দ্য গার্ডিয়ানের।
প্লেন বিধ্বস্তেই প্রিগোজিন মারা গেছেন: মস্কো
প্লেন বিধ্বস্তের ঘটনায় ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) রুশ তদন্তকারী দল জেনেটিক বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিরোধীদের
Advertisement
আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এমারসন মানঙ্গাগওয়া। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। তবে জয় পাওয়ার পর মানঙ্গাগওয়া নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে: ইরান
সংসদে অনুমোদিত কাঠামো অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের নিউক্লিয়ার প্রধান মোহাম্মদ ইসলামি। পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে প্রশ্ন করা হলে রোববার (২৭ আগস্ট) তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সারিমি
মালয়েশিয়ায় ৬৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট দেশটির ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত এ প্রতিযোগিত রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়। ২৪ আগস্ট শেষদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন শাহ।
সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন মেরিন সদস্য নিহত
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে মার্কিন তিন মেরিন সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার (২৭ আগস্ট) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনে দুই প্লেনের সংঘর্ষে ৩ পাইলট নিহত
মাঝআকাশে দুই প্রশিক্ষণ প্লেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের জনপ্রিয় একজন যুদ্ধের নায়কসহ তিন পাইলট। এ ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি।
পশ্চিমবঙ্গে ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
পূর্ব মেদিনীপুরের এগরা ও দক্ষিণ ২৪ পরগনার বজবজের পর আরও একবার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গ। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। এই বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত
যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলায় প্রাণ হারালেন তিন কৃষ্ণাঙ্গ। শনিবার (২৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার জ্যাকসনভাইলে এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত হন তারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বর্ণবিদ্বেষ প্রসূত হামলা ছিল।
এমএসএম/জিকেএস