আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এমারসন মানঙ্গাগওয়া। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। তবে জয় পাওয়ার পর মানঙ্গাগওয়া নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
Advertisement
শনিবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে, ৮০ বছর বয়সী মানঙ্গাগওয়া ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।
আরও পড়ুন>আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে: ইরান
২০১৭ সালে জিম্বাবুয়ের তৎকালীন শাসক রবার্ট মুগাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছিল বিরোধীরা।
Advertisement
এদিকে বিরোধীরা নানা ধরনের কারচুপির অভিযোগ আনলেও নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন মানঙ্গাগওয়া।
রোববার তিনি বলেন, আমি তাদের সঙ্গে প্রতিযোগিতা করে জয়ী হয়েছি। তাতে আমি অনেক খুশি। এদিন দেশটির রাজধানীতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
তিনি আরও বলেন, যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন তারা নিশ্চয়ই জানেন এ ব্যাপারে কোথায় যেতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোষ্টে বিরোধী নেতা নির্বাচনে বড় কারচুপির অভিযোগ করেন।
Advertisement
আরও পড়ুন>আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে: ইরান
তবে বিরোধী দল আদালতে যাবে কি না তা এখনো স্পষ্ট নয়। কারণ জিম্বাবুয়ের বিচারকরা ঐতিহ্যগতভাবেই সরকারপন্থি।
সূত্র: আল-জাজিরা।
এমএসএম