আন্তর্জাতিক

আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে: ইরান

সংসদে অনুমোদিত কাঠামো অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের নিউক্লিয়ার প্রধান মোহাম্মদ ইসলামি। পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে প্রশ্ন করা হলে রোববার (২৭ আগস্ট) তিনি এ কথা বলেন।

Advertisement

ইসলামি এ সম্পর্কিত আইনের কথা উল্লেখ করে বলেন, কৌশলগত আইনি কাঠামো অনুযায়ী আমাদের পরমাণু সমৃদ্ধ করণ প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন>সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন মেরিন সদস্য নিহত

চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইরান ইউরেনিয়াম মজুত উল্লেখযোগ্য হারে কমিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়েও ফের আলোচনা শুরু হতে পারে।

Advertisement

২০২০ সালে ইরানের সংসদে একটি আইন পাস হয়। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। বলা হয়, অন্য দেশ যদি ২০১৫ সালে পারমাণবিক চুক্তি না মানে তাহলে মজুত বাড়তে বাড়বে দেশটি।

আরও পড়ুন>ইউক্রেনে দুই প্লেনের সংঘর্ষে ৩ পাইলট নিহত

২০১৮ সালে চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া জোরদার করে ইরান।

এমএসএম

Advertisement