স্বাস্থ্য

সিটি করপোরেশনের লোক চলে গেলেই উড়ে চলে যায় মশা

সিটি করপোরেশন ওষুধ দিলে মশাগুলো পড়ে যায় যায়। কিন্তু সিটি করপোরেশনের লোকজন চলে গেলেই মশাগুলো আবার উড়ে চলে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

Advertisement

রোববার (২৭ আগস্ট) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) সাসাকাওয়া হলে আয়োজিত টিবি প্রাইভেট-পাবলিক মিক্স (পিপিএম) স্টেক হোল্ডারসদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএমএ সভাপতি বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। তবে দুঃখজনকভাবে তারা আমাদের সঙ্গে এসব নিয়ে মতবিনিময় করেন না। মশা নিধনে সিটি করপোরেশন যে ওষুধটা ব্যবহার করে তা আসলেই কাজ করে কি না জানি না। করপোরেশনের লোকজন ওষুধ দিয়ে যায়, মশাগুলো পড়ে যায়। তারা চলে যায়, মশাগুলোও আবার উঠে চলে যায়।

আরও পড়ুন>> শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব: বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী ও সহায়তা দেবে ইউনিসেফ

Advertisement

ওষুধগুলোর কার্যকারিতা নিয়ে ভাবার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মেয়র সাহেবদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি কারা এটি আমদানি করে, তারা কি সঠিক এবং আসল ওষুধ আমদানি করে কি না, তা খোঁজ নেওয়ার জন্য। ওষুধগুলো আসলেই কাজের কি না তা নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে বলেও আমি কনে করি।

পশ্চিমবঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ। আমাদের দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ অতিক্রম করেছে। অথচ তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। তারা এডিস প্রতিরোধে তাদের সিটি করপোরেশন বছরব্যাপী কাজ করে। তাদের আলাদা লোক ও বিভাগ আছে। ফলে তারা ডেঙ্গুতে ভুগছে না। এর কারণ একটাই। তারা সারাবছর এটি প্রতিরোধে কাজ করে। আমাদেরও এটি করতে হবে।

এএএম/এমএইচআর/এমএস

Advertisement