ক্যাম্পাস

কাফনের কাপড় পরে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের কাফনের কাপড় গাঁয়ে জড়িয়ে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে।

Advertisement

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধের কিছু সময় পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা।

আরও পড়ুন>>> আবারও ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এ পর্যন্ত তীব্র গরম ও রোদে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন, এ শিক্ষা ব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে। এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সিজিপিএ ২, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫ পেতে হবে। তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে।

আরও পড়ুন>>> আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, দাবি না মানলে ফের আন্দোলন

বিশ্ববিদ্যালয়ের এ নিয়মের কারণে সাত কলেজের অনেক শিক্ষার্থী সব বিষয়ে পাস করেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না। এ এক দফা দাবি নিয়ে এসব শিক্ষার্থী বেশ কিছু দিন থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে। কিন্তু শিক্ষার্থীদের এ দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো সায় দেয়নি।

Advertisement

নাহিদ হাসান/এমআইএইচএস/জেআইএম