শরৎ এলো, শ্রাবণ গেলোরোদ-বৃষ্টি নিচ্ছে শোধ,নতুন দিনে, ক্ষিপ্ত ধ্যানেশোধে-ক্রোধে মেঘলা রোদ।
Advertisement
তপ্ত ছায়া, শীতল হাওয়াপূর্ণ হলো ঝিলের জল,রাখাল বালক, না’য়ের চালকখুঁজছে দেখো মেঘের দল।
কাশের বনে, ক্লান্ত ক্ষণেবকের সারি যাচ্ছে বাড়ি,বিলের জলে শাপলা দোলেমাছের পোনার লুকোচুরি।
সবুজ ঘাসে, ধানের শীষেঢেউয়ের খেলায় মাতে বায়,এই শরতে শিউলি ফুলেরশুভেচ্ছা জানাই তোমায়!
Advertisement
এসইউ/জেআইএম