খেলাধুলা

তাসকিন ইস্যুতে বৈঠকে বসছে আইসিসি!

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনে বাংলাদেশের দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। আরাফাত সানিরটা মেনে নিলেও তাসকিনের নিষেধাজ্ঞা মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এ রায়ের বিরুদ্ধে বিসিবি আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে চলতি বিশ্বকাপেই তাকে ফিরে পেতে চায় বিসিবি। সেজন্যে আইসিসির সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে বলে জানান পাপন। তিনি জানান, বিসিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করতে লিগ্যাল টিম গঠন করেছে আইসিসি। শিগগিরই ওই লিগ্যাল টিম বৈঠকে বসবে বলে জানা গেছে।প্রসঙ্গত আইসিসির নিয়মানুযায়ী সাত দিনের মধ্যে আপিলের সুযোগ আছে তাসকিনের।আরএ/এমআর/এমএস

Advertisement